অবরুদ্ধ পৃথিবীর নিমীলিত জীবন ভঙ্গুর এখন!
সাগর বক্ষ জুড়ে যদি থেমে যায় উত্তাল ঢেউ,
আকাশে যদি আর না মেলে ডানা আকাশযান
বলবে না ভালোবাসি, আপনজনকে আর কেউ!


লাশের মিছিল যদি আর নাই থামে কোন দিন
থেমে যাবে প্রাণের স্পন্দন থেমে যাবে কলরব,
এ ব্যর্থতা কার? ভেবে দেখ সবাই আরেকবার
বুঝলে এসো ক্ষমা চাই তাঁর কাছে, যেজন রব।


শত্রু দৃশমান নয়! তবুও চলছে যুদ্ধ বিরতিহীন
প্রস্তুতি কতদূর? আর নয় দোষারোপের অপচর্চা,
শক্ত হাতে লাগাম ধরে করো যুদ্ধজয়ে অঙ্গীকার
আর কেউই চাই না আমরা প্রিয়জন যাক মূর্ছা।


প্রচন্ড আক্রোশে যদি শাস্তি প্রদানে নামে বিধাতা
এখনো কি বিশ্বাস রাখো, পারবে তাঁকে রুখতে?
এখনো কি ভাবো তুমি নন্দিত বিশ্বের পরাশক্তি?
সময় থাকতেই এসো, নতজানু হই তাঁর নীতিতে।