হায়! আমি এমনই এক অভিশপ্ত পান্থ!
সত্যকে করি অবহেলা, হয়ে মিথ্যায় বিভ্রান্ত!
আরশের অধিপতি দেন যদি অভিশাপ,
এমন কে আছে বলো বিশ্বে, করে দিবে মাফ!
জেনে শুনে করজোড়ে পামরের করি আরাধনা!
পায়ে দলি বিশ্বমানবতা! কে করবে মানা!
হিংস্র পশুর মত হুংকারে করি বাজিমাত!
যার ভয়ে কাঁপে জল্লাদ, কাটে তার বিনিদ্র রাত!


বিপন্ন আত্মার ভরসা তো সেই মহান সত্তা,
যার কাছে আছে প্রেম, যাকে ভয় পায় নদী প্রমত্তা!
সমীহ করে বিশ্বজগৎ, অবিরত করে যাকে সেজদা,
ব্যতিক্রমী, ভিন্ন যিনি, যাকে নিয়ে লিখা যায় কবিতা,
তিনিই তো শেষ আশ্রয়, যাকে ভয় পায় মহা শয়তান;
তাঁর করে ইবাদত সত্যসাধক, যিনি নন সৃষ্টির সন্তান।