দুনিয়া নামের জেলখানাটায় শাস্তি পাই জীবনভর!
চোখে দেখি রঙিনবাতি-যেন বিলাসপুরের স্বপ্নচর!
বাড়িঘর সব ক্ষণস্থায়ী কবরস্থানে লাশ সারি সারি!
জেনে শুনেও মহল গড়ি-মঞ্চে নাচাই সরেস নারী!
আলোর মেলায় রঙ-বাহারী, আঁধার হলেই নগ্নতা!
মুখোশ পড়ে চলছে সবাই-সুরাসারে বাড়ে মুগ্ধতা!
কাল যে ছিল পথের ফকির, আজ হলো সে রাজা!
ভোগবিলাসে খেই হারিয়ে মনের সুখে খায় গাঁজা!
ভাবছে না কেউ হিসাব ছাড়া মিলবে তৃপ্তির স্বাদুতা
কেউ হবে না আপদের বন্ধু! হবে নারে কেউ মিতা।
মরার পরেও আছে কিন্তু দেনাপানার অনেক খেল;
পুরস্কার তো মিলবে কারো কষ্ট দাতার হবে জেল।
একাল-সেকাল ফারাক অনেক, বিশ্বাস করে যারা-
মেনে চলেন সকল সময়, বিধান দাতার সব ধারা।