লক্ষ-কোটি গ্রহ-উপগ্রহ, নক্ষত্র, ধুমকেতু, ছায়াপথ,
কৃষ্ণগহ্বর, উল্কাপিন্ড নিয়ত সমান্তরাল বহমান।
অথচ, কি এক হিসেবের মিলে অবিশ্রান্ত ভাবে অস্তিত্ত্বমান!
এ জমিন, এ মহাশূন্য, এ সভ্যতা, এ বিজ্ঞান কার অবদান?
ক্রিয়াশীল যার যার মত স্রষ্টার ইচ্ছায় আবহমান।
এখানে কি কোন কারচুপি, মিথ্যাচার, ষড়যন্ত্র দৃশ্যমান?
এই সমুদয় সৃষ্টিই স্রষ্টার অস্তিত্ত্ব এবং শক্তির প্রকৃত প্রমাণ।
যার আছে অভিযোগ, সৃষ্টি করো এমন সব সৃষ্টির সমান!
নইলে বিনা বাক্যব্যয়ে মেনে নাও তাঁর শ্রেষ্ঠত্ব, বাড়বে ঈমান,
বাড়বে নিরপত্তা, পরকালে মুক্তির নিশ্চয়তা এবং সম্মান।