কোরবানি-আত্মত্যাগ, ঈদ মানে খুশি;
আঁধারের অবসানে গ্লানি হোক বাসি।
মনোমাঝে থাকে যদি খুব বেশি গর্ব
ত্যাগের চেতনা যত, হবে সব খর্ব!
নিজেকে ভাবলে সবে অনুপম জীব
প্রমাণ করতে হবে, নিজেকে সজীব।
আমাদের ভাষা যেন হয় শোভনীয়
তবেই আমরা হবো, গ্রাহ্য-বরণীয়।


তখন সফল হবো দিয়ে কোরবানি
আল্লাহ্’র কাছে হবো সবাই সম্মানী;
সবাই বলবে প্রিয়, করবে আদর
পড়িয়ে দিবেন খোদা ঈমানী চাদর।
তবেই আসবে জয়, একাল-সেকালে
অনুভবি সেই কথা দাঁড়িয়ে বিকেলে।