তরঙ্গহীন দীঘির জলে
তাকিয়ে আছি শান্ত মনে
কোথাও নেই কোন সাড়াশব্দ।


পেছনে পড়ে আছে
একরাশ নির্মম ইতিহাস,
কতবার নিয়তি করিয়াছে জব্দ!


সেকথা মনে আছে,
তবু খুঁজে ফিরি প্রশান্তি;
আশা যদি মনের গহীনে বাঁচে,


যখনই স্বপ্ন দেখি
হৃদ মাঝে আল্পনা আঁকি,
মনের অজান্তে হর্ষে স্বপ্ন নাচে।


সুখের লাগিয়া মন
করে কতকিছু আয়োজন,
গগনের চন্দ্রকে ভাবি প্রিয়জন,


এসে মোহনার বাঁকে
সে যদি বলে কাছে ডেকে
তোমাকেই তো ভেবেছি আপন।