এই সেই স্বপ্ন জড়ানো প্রিয়মাঠ!
যেখানে উড়েছিল কথার ফানুস!
একত্র হয়েছিল লক্ষাধিক মানুষ!
অভিমান নিয়ে সে আজ শুনশান!


চতুর্দিকে রক্তাক্ত লাশের বেষ্টন!
বিদেহী আত্মা নিয়ে আমার ভাই
মঞ্চে গাইছে নিয়ত মুক্তির গান!
সেই সাথে চলে বিপ্লবী স্লোগান!


হুঁশহারা অবস্থায় আছে অঙ্গীকার!
পালিয়ে গেছে সব শ্বেত কপোত;
বর্জ্য টানাটানি করে কাকের দল!
কাড়ছে দেখ কিছু অভুক্ত পাগল!


অন্যদিকে জ্বলে কত নিয়ন বাতি;
দিনের মতই বেপরদা, নয় রাতি;
সর্বদা সজাগ কত অস্ত্রধারী শান্ত্রী;
বি,এম,ডব্লিউ হাঁকায় কতো মন্ত্রী!


কত স্বপ্নহীন নিরন্ন আজো কাঁদে!
জীবনপাত করে বিনা চিকিৎসায়!
নির্গৃহ মশা মারে নির্ঘুম ফুটপাতে
বস্ত্রহীন কত অসহায়, নিশি রাতে!