তখন তুমি শিশু!
ছিলে মায়ের আঁচল তলে;
দাসত্বের শৃঙ্খল ভেঙ্গে এনেছিলাম
তোমদের তরে মুক্তির সোনালি দলিল।


যাতে লিখা ছিল দাগ-খতিয়ান;
সেই তুমি আগামীর কান্ডারী সেজে
বিদীর্ণ করো ইতিহাস, ভয়াল নিনাদে!
আতঙ্কে ছিটকে পড়ি পিচঢালা রাজপথে!
হয়তো রূপান্তরিত হবো নতুন দিনের কাঙালে!