ওহে আমার দেশভক্ত জনগণ,
চোখ-কান খোলা রেখে সতর্ক থেকো।
দিনের আলোয় যাই কিছুই হোক,
রাতের আঁধারে হয় তার চেয়ে ঢের বেশি!
আমার স্বাধীন অস্তিত্বই যখন কারো কাছে
দুশ্চিন্তার বৃহত্তম কারণ হয়ে দাঁড়ায়-
তখন কি আর স্বপ্ন আমার বিলাসিতা নয়?
তবু, মনের মাঝে সান্ত্বনা এই টুকুই-
সবার সব আকাঙ্খা যদি পূরণ হতো-
বদলে যেত মানুষের জমিনের জীবন।
তবে কি আমার নতজানু মনোভাবই
তোমার কাছে বেশি বিবেচনার যোগ্য?
তবে কি তুমি চাও, আমি আত্মহনন করি?
তখনও কি আমি রয়ে যাবো নির্বিকার?
তোমাকে বড় বেশি ভালোবেসেছিলাম!
অথচ, তুমি চেয়েছো আমার আত্মত্যাগ!
চেয়েছো, শুধু স্বীয় তুষ্টির কাছে আমার
নিঃশর্ত আত্মসমর্পণ-অস্তিত্বের বিলোপন?
আমাকে আর কতবার করবে অসম্মান!
তবে কি তোমায় বিশ্বাস করাই ছিল
আমার জীবনের সব চেয়ে বড় ভুল?