আমরা কেন সবার মত
দেশপ্রেমী হতে চাই না!
খাই বা না খাই, ভাবটা দেখাই-
আমার চেয়ে সুখী মানুষ
এই দুনিয়ার অন্য কোথাও নাই!


কাল কি ছিলাম আজ কি হলাম
ভাবার কোন সময় নাই!
সামনে যা পাই সবটুকু খাই,
হোক না নিজের নয়তো পরের
খবর নেবার সুযোগ নাই!


সৃষ্টিরও যে ব্যাকরণ আছে-
ইচ্ছে করে অযথাই ভুলে যাই!
মোহ করে গ্রাস, হারাই বিশ্বাস!
তাইতো সবকিছু নিতে চাই!
ভুলে যাই, কে আমার ভাই!


প্রহসন শব্দটা অমূলক নয়;
মনে হয় যা দেখি, সবই আমার!
দেশপ্রেম নিয়ে ভাবতে গেলেই
ভাবি, যদি নিঃস্ব হয়ে যাই!
তাই, স্বীয় আখের গোছাই!