আগামী প্রজন্ম পড়বে পরাজিত-
কুলাঙ্গারদের জঘন্য ইতিহাস!


আলমাসউদ্দীন! একজন মুক্তিযোদ্ধা।
যিনি মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে
ছয়-ছয়টি হাসপাতালে দৌড়েছেন
একটু চিকিৎসার আশায়!
তাঁকে পরীক্ষা না করেই বলা হয়েছে,
করোনা রোগী! এখানে স্থান হবে না!


হায় বাংলাদেশ!
যে মানুষটি নিজের জীবনকে বাজি ধরে
যাদের সুখের তরে, সার্বিক মুক্তির তরে
যুদ্ধ করলেন, তারাই নিজেদের জীবনকে  
অনেক বেশি মূল্যবান মনে করলো
একজন মুক্তিযোদ্ধার জীবনের চেয়েও!
কারণ, মৃত্যুর সাথে ষোল ঘন্টা পাঞ্জা লড়ে
তিনি বিনা চিকিৎসায় জীবন দিলেন!


তোমাদের জন্য ধিক্কার!
স্বাধীনতা তোমাদের জন্য সত্যিই বেমানান!
তোমরা শুধু অকৃতজ্ঞই নও-
চরম বেঈমান, বিশ্বাসঘাতকও বটে!
বিশ্বাস করতে কষ্ট হয়-
এদের দেহে বীর জাতির খুন-
কিংবা ঐতিহ্য প্রবহমান!
ছিঃ তোমরাই করোনা! কুলাঙ্গার!