শহীদের রক্তে লেখা তাদেরই স্বপ্নগাঁথা,
যার নাম স্বাধীন বাংলার সংবিধান।
আজ কেন হেলাফেলার শিকার হলো?
কে দেবে জবাব তার, রুদ্ধ জবান!


অন্ধকারের আনাগোনায় লুপ্ত মূল্যবোধ
অথচ, অগ্রসর জনগণ এখনও নীরব!
আলোর ফোয়ারা ছড়িয়ে এগিয়ে যাও
তোমরাই বাংলাদেশ; হতে হবে সরব।


রাষ্ট্র মেরামতের দায়িত্ব দেশপ্রেমিকের;
বাধা তো দেবেই এসে পাপী-অপরাধী।
অবাক হবার কিছুই নেই; এমনই হয়!
হিম্মৎ নিয়ে এসো গড়ি ওদের  সমাধি।


জনতার সব প্রত্যাশা তারুণ্যকে ঘিরে;
তরুণ হেরে গেলে স্বাধীনতা হবে শেষ,
পণ করো, নতুন করে গড়বে এই দেশ
কারণ, মনে রেখ তোমরাই বাংলাদেশ।