নাটমন্দিরের নাটক দেখে
হাসবো নাকি কাঁদবো!
মারলে কষে দু’গালে চড়
ক্যামনে দাদা ডাকবো?


তুমি মহান, আমি অধম
পাইনি কোনই শিক্ষা!
তোমার কাছে নিতে হবে
নতুন নতুন দীক্ষা।


তুমি আমার অনেক বড়
আঁকতে জান নকশা!
আমার মাঝে নেই যদিও
অনেক রকম লিপ্সা!


মারতে পার কাঁদতে পার
নেইকো তোমার লজ্জা!
কষ্ট দিয়েও পাততে পার
তার কুটিরেই শয্যা!


মনের কথা, মুখের কথা
দুই রকমের দর্শন!
ইচ্ছে করলে করতে পার
অন্যের উপর কর্ষণ!