তখনো উঠেনি রবি
পূবের স্বচ্ছ আকাশে,
হাসেনি সোনা রোদ
শিশির ভেজা বাতাসে।


রোদেলা দুপুর শেষে
আসে পড়ন্ত বিকেল,
ঝাপসা দু’টি চোখে
দেখে সবই মাকাল!


অস্পষ্ট বিষণ্ণ সাঁঝে
জোছনা মাখা রাতে,
ভাবে বুঝি বা আর
জাগবে না প্রভাতে!