আশা-নিরাশার মাঝে পিরিতি উঁকি দেয়;
খোয়াব সুরভি ছড়ায় হৃদয়ের আঙিনায়,
মাঝে মাঝে বিরহের ব্যথাগুলো ছুঁয়ে যায়
অভিমান ভুলে শেষে মন খুলে কথা কয়।


আকাশে যখন বসে হাজার তারার মেলা
জোছনা ছড়ায় চাঁদ, হৃদে ভাসে সুখভেলা,
উদাসী প্রকৃতি সাজে মোহনীয় রাত জুড়ে
প্রেমিক-প্রেয়সী হাসে সোপানে উড়ে উড়ে।


সুমিষ্ট কথা মালা, প্রেম-পিরিতির উপহার
হাজার ব্যথার মাঝেও অশ্রু করে পরিহার!
চোখের তারাতে হাসে, সোহাগীর অভিসার
ছল্ ছল্ করে জল, চির যৌবনা দরিয়ার।


বসন্তে জোয়ার এলে প্রণোদিত হয় হৃদয়
সমাদরে যখন-তখন আনন্দ ঢালিয়া দেয়,
কলংকের কালিমাও কভু করে না শংকিত
প্রণয় আলিঙ্গনে মন হয় নানা রঙে রঞ্জিত।