প্রভাতী শিশির কণা
কুয়াশা গায়ে মেখে
ঘাসের ডগায় পাতে শয্যা,
এমন মধুর ক্ষণে
অরুণ আসবে বলে
তৃণমূল পায় বড় লজ্জা!


আঁধার কেটে গেলে
প্রদীপ্তি উঠবে জ্বলে
প্রহেলিকা মুক্ত হবে অঙ্গন,
তৃণমূল উঠবে হেসে
খলেরা যাবে ভেসে
মুখরিত হয়ে যাবে প্রাঙ্গন।


আকাশে উড়বে ঘুড়ি
চাঁদেও নাচবে বুড়ি
নির্জিত-চূর্ণ হবে রণতূর্য,  
জনতা গাঁথবে মা্লা
খেলবে নতুন খেলা
আকাশে ভাসবে নব সূর্য।