কেউ করে অপরাধ
কেউ করে প্রতিবাদ,
কারো বা নীতি হলো সুবিধাবাদ;
জনগণ বলে শুধু জিন্দাবাদ!


অপরাধী সাজে হাজী
শুধু নামের আশায়;
ভাগ্যগুনে বাঁচলেও প্রতিবাদী জেলে যায়,
সুবিধাবাদীরা থাকে সুসময়ের অপেক্ষায়!


জনতার উপাধি ওরা
দলিত!অসহায় প্রাণ;
কচুরিপানার মত স্রোতে ভাসমান,
স্বীকার করে না কেউ তাঁর অবদান!