আঁধার রাতের তারকা গুচ্ছ
পূর্ণিমা রাতে হারিয়ে যায়!
চাকচিক্যময় জীবনের মাঝে
নিজের কাছেই ধোঁকা খায়!


আপন বাঁশরী নিজের সুরে
স্বযং বিজয় ঘোষনা দেয়!
অপবাদ দিয়ে পুলকিত হয়ে
হৃদয়ের মাঝে তৃপ্তি পায়!


ইচ্ছা মাফিক স্বপ্ন দেখিয়া
কালজয়ীর মত সুনাম চায়,
কলিকালে আর দেখব কত
অসাড় ধরণীও শরম পায়!


ভ্রান্তির জালে জড়িয়ে গিয়ে
পথের যারা দিশা হারায়,
তারাই বাজিয়ে বিজয় ডঙ্কা
সাফল্য বার্তা শুনিয়ে দেয়!


রাত পোহালে বিচিত্র বর্ণে
অজস্র বাণী, বিভা ছড়ায়!
অযথা শুনায় সুখের গল্প
বিপদ-আপদে তফাৎ যায়!