গতকাল প্রিয় কবি, জসীম উদ্দীন মুহম্মদ (বোদ্ধা কবি)’র “থুতুবৃষ্টির উপকথা”কবতিাট পড়ে  “উৎসর্গ” কবিতাটি লিখতে অনুপ্রাণিত হই এবং তাঁর কবিতায় মন্তব্য করি। সেই মন্তব্যটিই আজ আসরে তাঁর উদ্দেশ্যে নিবেদন করলাম।


প্রতিবাদের নতুন নাম,
নুসরাত জাহান রাফি!
পরাজিত বিবেকের বিরুদ্ধে
জানিয়ে গেলে প্রশ্নহীন ঘৃণা।


বিদ্রোহের নতুন অধ্যায় রচনা করে গেলে
জীবন বিলিয়ে দিয়ে নুসরাত জাহান রাফি!
যে অধ্যায় আলোকিত করবে
অন্ধকারে ডুবে যাওয়া নৈতিকতা!


মৃত্যুভয়কে জয় করেই সৃষ্টি করে গেলে
প্রতিবাদের অনুকরণীয় উত্তাল ঢেউ!
যে আপোষহীন, কেবল সেই পারে
অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করে
নীতির পরাজয়কে রুখে দিতে।


আর কত অপেক্ষা! হে মহান স্রষ্টা!
এবার তোমার অস্তিত্ব জানান দেবার পালা।