তবেকি শুরু হয়ে গেল সেই মালহামা!
যার কথা সাড়ে চৌদ্দশত বছর আগেই
বলে গেছেন প্রিয় নবী মোহাম্মদ(সাঃ)।
এরপর কি গাজোয়াতুল হিন্দের পালা?


অথচ, কারো মাঝে নেই কোন প্রস্তুতি!
তবে কি হেরে যাব ঈমানের পরীক্ষায়!
হে মহান আল্লাহ্, তোমায় মানি বলেই
আমরা মুসলমান, দাও ঈমানের শক্তি।


আমরা চাই শান্তি-সত্য প্রতিষ্ঠিত হোক
অবনীটা জুড়ে, যেন প্রশান্তি ফিরে পাই;
পরিপূর্ণ বিজ্ঞতা দাও মরণ হবার আগে
যেন অনন্তকাল পুলকিত রই শান্ত মনে।


সমস্ত অপরাধ ক্ষমা করো আপন গুণে;
তুমি এক-অদ্বিতীয়, এটাই বিশ্বাস করি,
বিশ্বাস করি, সার্বভৌমত্ব শুধুই তোমার
আর কারো বিজ্ঞত্ব নেই বিধান রচনার।


কাহারো শক্তি নেই উত্তম জীবন দানের
তোমার কাছে তাই শির নত করে চাই।
জান্নাত পেতে শহীদি মৃত্যুর বিকল্প নাই;
হে আল্লাহ্, সদা যেন তোমার দয়া পাই।