অসৎ মানুষের নষ্ট চেতনা অস্থিরতা বাড়ায়!
অস্থিরতার দোলাচলে জীবন প্রমাদ গুনে গুনে
রাত জাগা পাখির মত নির্ঘুম নিশি কাটায়!
অথচ, অতীতের ছল্ বিসর্জনের ঐতিহ্য আর
দ্রোহের অভিযাত্রাকে মাঝ পথে রুখে দেয়!


কালো বিড়াল দৃশ্যপট থেকে হারিয়ে গেলেও
আবর্জনার স্তুপ বিরামহীন দুর্গতি ছড়ায়!
পাশবিক শক্তির দাপটে সংকট নিবিষ্ট হয়;
অতঃপর জীবন নিজের মাঝে জ্বলে জ্বলে
জমিন তপ্ত করে বিপদাকারে প্রকাশ পায়!


হঠকারিতার আদলে বিদ্রোহ ছড়িয়ে পড়লে
কিংকর্তব্যবিমূঢ় জনতা দিশেহারা হয়ে যায়!
উত্তরহীন প্রশ্নগুলো বাতাসে উড়ে বেড়ায়!
গুজব-মিথ্যাচার নিরন্তর মাথা চাড়া দিয়ে
সত্যকে ঢেকে দিয়ে লঙ্কাকান্ড বাধিয়ে দেয়!


সুপ্ত বেদনা আক্রোশ হয়ে দাবানল ছড়ায়!
ক্রম বিবর্তনের ধারা মননে আঘাত হানে;
চেতনায় জন্ম নেয় প্রতিশোধের অগ্নিশিখা!
ফুঁসে উঠে বিজয়ের অদম্য লালিত স্পৃহা!
সময় এমন আসে, মৃত্যুভয় পদতলে রয়!