দলিল-দস্তাবেজ সব আছে তবু বিস্তর মতভেদ!
বোধের গলদে, পথের ভিন্নতায় সৃষ্টি হয় সঙ্কট!
মূলত খেলাটা স্বার্থের, শুরু হয় অমিল-বিরোধ!
কে কারে করবে ঘায়েল, বাড়ছে বিভেদ বিকট!


সময়ের সাথে সাথে বাড়ছে উত্তাপ, ঝরছে ঘাম!
প্রলাপ-বিলাপে প্রতিদিন শুনি বেফাঁস বোলচাল!
চোপার জোরে চলে জয়ের প্রয়াস, দিবস-রজনী;
তারপর ও থামে না বাকবিতন্ডা! অবস্থা উত্তাল!


কেউ চায়, যা কিছুই হোক না, তালগাছটা তার!
কেউ ভাবে এইতো সুযোগ! বাড়বে তার কদর;
কেউ চায়, রাজপথে নামুক দামাল জনতার ঢল  
ছড়িয়ে পড়ুক দ্রোহের স্ফুলিঙ্গ প্রতি নগর-বন্দর।