রূপালী ইলিশে ধরেছে মোড়ক
ধরে গেছে গো-মাংসেও!
শুকরের আমিষে ছেয়ে গেছে
সারা দেহে ব্যধির শেকড়!


প্রতিষেধক রচিতে চাই তরল সোনা;
উদ্ভট তত্ত্ব ওরা করেছে আবিস্কার!


ওদের বিশ্বাসের উচ্চতা হিমালয় ছেড়ে
মেঘের সীমানা পেরিয়ে আসমান ছুঁতে চায়!
কিন্তু মেঘের ঘর্ষণে যদি বিদ্যুৎ চমকায়!
যদি বাজ পড়ে, যদি ভূমিকম্প হয়?
সুনামীও হতে পারে বিশ্বময়!