শেষ অভিযানটা যখন ছিল বিজয়ের দ্বারপ্রান্তে-
দৈবাৎ! কি এক দুর্বিপাকে তছনছ হয়ে গেল স্বপ্নসাধ!
কিন্তু, তখনও বিশ্বাস ছিল, মানুষের ইচ্ছাই শেষ কথা!
অথচ, নিয়তির অস্তিত্ব এসে খুলে দিল তৃতীয় নয়ন!
শিরায় তখন অতীতের কর্মকান্ড হেতু ধরেছে কাঁপন!
আমি হারিয়ে ফেলি খেই! চেতনার উঠোন তখন শূন্য!
বুনো ভাবনার শক্তিগুলো কোথায় যেন হারিয়ে গেল!
ভাবলাম, হলো না বুঝি আর ঈপ্সিত লক্ষ্যে পৌঁছানো!
আমি যেন হয়ে গেলাম-অকার্যকর এক অসাড় বস্তু!
থমকে গেলাম পিছনে ফেলে আসা পথপানে চেয়ে!
তবে কি আমার ক্ষিপ্রতার ঘটবে এখানেই অবসান!
পুরোনো যন্ত্রণারা মাথা চাড়া দিয়ে উঠলো সাগ্রহে!
আবার বিস্মিত হলাম! তবে কি আমি নিয়তির দাস!
তবে কি অন্য কেউ নিয়ন্ত্রণ করে জীবনের শ্বাস!