মায়ামাখা হাতে এনেছিলাম প্রাতে হয়েছিলি প্রিয়জন
দুষিত মানুষ নেয়নি মানিয়া কেড়ে নিল তোর প্রাণ!
প্রেম-ভালোবাসা বিনিময় করে কেটে যেত কত দিন
নরপিশাচের দল বিদ্বেষের বশে করেছিল তোকে খুন!


হীনবল বলে নিরুপায় হয়ে করতে পারিনি প্রত্যাঘাত
ভুলি নাই আজো প্রিয়, মনে পাই বড় ব্যথা-আঘাত;
মায়ের আদরে বেড়ে উঠেছিলি, ভালোবেসেছিলি কত
সেই ভালোবাসা হয়েছিল কাল, তাই বুঝি হ’লি গত!


রং ছিল তোর কালো কুচকুচে, করি নাই তবু ঘৃণা
সারা পাড়া জুড়ে হতো গুঞ্জন, হতো কত আলোচনা,
বন্ধুর মত আপনজন ভেবে নিরন্তর রইতি আশপাশে
নীরব আলাপন কত মাখামাখি, দু’নয়ন জুড়ে ভাসে।


পুকুরের জলে সিনান কালে কত ভাব হ’ত বিনিময়
সাবানের ফেনা মাখিয়ে দিতাম তুলতুলে তোর গায়,
বিপদে-আপদে ছিলিরে নির্ভীক, জীবনের মায়া ভুলে
আজ তুই নেই আছে শুধু স্মৃতি হৃদয়ে রেখেছি তুলে।


যেখানেই থাকো ভালো থেকো প্রিয় এই করি প্রার্থনা
হয়তো পাবো না ফিরে কোনদিন যত আঁকি আল্পনা,
যদি ফিরে পাই রাখব যতনে, হারাতে দিব না আর
জান্নাতের বাগের সবুজ ছায়ায় সমাদর পাবি সবার।