বিশেষ প্রাণীর মত বিশেষ দিবসে
বিশেষ মাসে বা বিশেষ মৌসুমে নয়,
প্রতিক্ষণে, প্রতিদিনে, প্রতি মৌসুমে
সারাটি জীবন ভরে প্রফুল্ল মনে
প্রেম করি এসো সবে প্রভূর সনে।


পরিমিতি বোধ জাগুক আমাদের মাঝে
প্রেম হোক নির্মল, আদিখ্যেতা ছেড়ে,
আদিখ্যেতা বিষ ছড়ায় ভুবন ভরে!
প্রেম হোক জায়ার সাথে শালীনতা রেখে।


পরকীয়া আর কত? সুস্থতা হোক ব্রত;
সমাজ-সংসার, দেশ চলে ভুল পথে,
ফিরে এসো মানবজাতি শ্রেষ্ঠতা নিয়ে।
প্রভূর ইচ্ছে নয়, চলি শয়তানের সাথে।