ভালোবাসা কি প্রদর্শনের বিষয়?
যা, জাহির করতে বিশেষ দিবসের প্রয়োজন হয়!
এ কি সংস্কৃতি না কি অপসংস্কৃতির উন্মত্ততা?
ভালোবাসা দিবস কি নির্লজ্জতার নগ্ন প্রকাশ নয়?
তথাকথিত ভালোবাসা দিবস মানব ইতিহাসের কলঙ্ক!
যা না কি, সভ্যতার নামে ব্যভিচারেরই আঁতুড়ঘর!
যেখান থেকে প্রদত্ত হয় বেহায়াপনার ছাড়পত্র!


ভালোবাসা পুতপবিত্র।
ভালোবাসা মানুষের প্রতি মানুষের অধিকার, সম্মান।
যা, নীরবে-নির্জনে বিনিময়ের মাধ্যমে সৌহার্দ
প্রতিষ্ঠার এক নান্দনিক উপহার, এটাই সভ্যতা।
ভালোবাসা ইবাদতের শামিল, দৃঢ় করে বন্ধন।
ভালোবাসা সবার মনে রোপণ করে মানবিক মূল্যবোধ;
ভালোবাসা, সৃষ্টির প্রতি বিধাতার সর্বোত্তম অনুদান।


ভালোবাসা গোপনে জন্ম নেয় হৃদয়ের গভীরে,
গোপনেই প্রকাশিত হয় পরস্পর হৃদতা বাড়াতে,
ভালোবাসা সৃজনশীল স্বপ্ন জয়ের পবিত্র হাতিয়ার;
যাকে লালন করতে হয় নিভৃতে, পরম যত্নে,
কারণ, ভালোবাসা নবসৃষ্টির শ্রেষ্ঠতম আনন্দ।
যা না থাকলে বিশ্বে সৃষ্টি হয় বেদনার ইতিহাস!


নেয়ামত>আশীর্বাদ