কিসের গর্জন শুনে ভাবি হয়তো শ্বাপদ!
না জানি আসছে মর্ত্যে কেমন আপদ!
কেমন সময়ে এটা কিসের আলামত!
হয়তো বা অহমেরই আসছে বিপদ!
ফাগুনের উত্তাপে! বেপরোয়া হলে
কেমনে কাটবে সাঁতার গভীর জলে?
দু’কুল হারালে হবে কিযে নাজুক হাল-
তখন আর খাটবে না কোন শাণিত চাল!


নিজেকে ভেবো না এতোটা মহা পন্ডিত
নও তুমি অন্তর্যামী! ভুলে গেছ অতীত!
কেমনে করবে তুমি অন্যকে মোহিত?
তার চেয়ে তাঁকেই ভাবো বেশি আপন-
যিনি তোমার মাঝে জ্ঞান, করেন বপন;
তাঁর কাছেই করতে হবে তোমাকে গমন।