বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ সুরক্ষা করার তরে
আসছে আইন, আসুক দুয়ারে স্বাগত জানাবো সবে;
আল্লাহ্, নবী, ইসলাম নিয়ে কটু কথা হয় কত
তার তরে করো সুরক্ষা আইন, তবেই ঈমান রবে।
মুখে মুখে করি ঈমানের দাবী, প্রমাণ রাখতে হবে;  
মুসলিম জাতি নিধনের তরে ধোঁকা দেয় ওরা কত,
সব বাধা রুখে রাখো অবদান অভাগা জাতির তরে
মলম প্রলেপে মুক্ত হবে না হৃদয়ের যত ক্ষত।


জীবনের দাবী নয় অফুরান, মরণ আসবে যবে
প্রভূর বিচার শুরু হয়ে যাবে, উকিল কোথায় পাবে?
বিদ্বেষ ভুলে মানুষের তরে, কর কিছু ভাল কাজ
নইলে মুক্তি আসবে না কভু, পাবেই সেখানে লাজ।
আল্লাহ্ যিনি, তিনিই মহান, পরমুখাপেক্ষী নন,
তবুও মানুষ চেষ্টা করুক, আল্লাহ্ তাই চান।