ফণীর ছোবলে বিধ্বস্ত হলো সন্ত্রস্ত উপকুলবাসী!
সাগরে জন্ম নিয়ে ধীরলয়ে শক্তি সঞ্চয় করে
বীরদর্পে আঘাত হানলো বিস্তীর্ণ জনপদে!


মৃত্যুর আহাজারি, শুনি প্রলয়ের পদধ্বনি!
ঘূর্নিঝড়-টর্নেডো, জলোচ্ছাস, ভারী বর্ষণ!
প্লাবিত হলো আবাদী জমিন, ঘর-বাড়ি!


বাঁধ ভাঙ্গলো, গাছ উপড়ালো,
খসে পড়লো জীবনের হায়াত!
কেউ বলছে প্রাকৃতিক বিপর্যয়,
কেউ বা বলছে খোদার গজব!