আল্লাহ্, যতই দেবে তুমি আশকারা
বেকুব হবো সবাই! দেখে মশকরা!
শেকড়ে লাগলে ঘুণ! লাগবে পচন!
বিশ্বাস হারাবে সবে, খাবে না বচন।
নির্মম হলে মানুষ, থাকবে না শান্তি
দুর্দশা বাড়বে ঢের! বাড়বেই ক্লান্তি!
হারাবে সহানুভূতি, ছড়াবে-বিভ্রান্তি!
বেড়ে যাবে সংঘাত-ভাগবে প্রশান্তি।


স্বদেশকে ভালবাসো দিয়ে মনপ্রাণ-
প্রকাশিবে সীমা ছেড়ে, মধুর সুঘ্রাণ,
প্রভাময় হবে দেশ, সকলের মাঝে;
সুখের বইবে ধারা, দিনমান-সাঁঝে।
সুফল পাবে তখন, জমিনের লোক,
মুছে যাবে সহজেই, পুরাতন শোক।