স্বপ্ন ছিল আকাশছোঁয়া, দুঃখ ছিল ঢের বেশি!
ক্ষমতা ছিল পদভারে চূর্ণ, হৃদয়টা ছিল দেশী।
মৃত্যুর আতঙ্ক ছিল, নিরন্তর ঝুঁকির কাছাকাছি!
ধুঁকে ধুঁকে তবু আজও জমিনে অস্তিমান আছি!
শত ঝড়ের মাঝেও তবু দেশটাকে ভালোবাসি;
যদিও সময় প্রায় নিঃশেষ, ঢিলা হয়েছে পেশী!
মনটা তবুও তারুণ্যময়, উত্তাল সাগরের মাঝি  
মূলত ফানুস যেমন অশক্ত, যেমন অপুষ্ট মাছি!


অহেতুক-অযথা কোলাহলে করি বাজার গরম!
হৃদয় যদিও নয় ততোটা কঠিন, আসলে নরম,
অনেকেই করে না সমীহ! ভাবে বুঝি মূল্যহীন!
এভাবেই চলে অন্তিম সময়, কাটছে রাত্রিদিন!
অর্জন নেই-নেই সান্ত্বনা, কি হবে ওপার গেলে-
উপরন্তু যাবো আচেনা রাজ্যে! সবকিছু ফেলে!