সময় থাকতে ভাবরে মন
ভাঙ্গবে একদিন খেলাঘর,
দু’চার দিনের এ জিন্দেগী
কে বা আপন কে বা পর!


মাটির গড়া পৃথিবীতে
স্বপ্ন দিয়ে বানাই ঘর,
এক নিমেষে ভেঙ্গে যাবে
আসবে যখন ঝড়!


ছল চাতুরী করে যারা
তারাই হ’লো স্বার্থপর!
প্রাণ পাখিটা উড়ে যাবে
রইবে পড়ে শূন্য ধর!


রাজা-বাদশা যাই হও না
যতই ভাব অধিশ্বর,
দম ফুরালে থাকব না কেউ
কিবা নারী কিবা নর!