গত ০৮/০৪/১৯ তারিখে প্রিয় কবি রণজিৎ মাইতি’র “ভয়,বড়ো ভয় ভয় করে” কবিতায় করা আমার মন্তব্যটি আজকের আসরে তাঁকেই উৎসর্গ করলাম।

ভয় করলেই বাড়ে ভয়
ব্যথার অশ্রু ঝরে!
মনের মাঝে রুদ্র একটা
ভয়ের মূর্তি গড়ে!


ভয়ের সাথে যুদ্ধ করে
দাঁড়াও যদি রুখে,
কালবৈশাখী স্তব্ধ হবে
বলছি আমি শিখে।


বেশির ভাগ দুঃখ আসে
ভয়ের ঘাড়ে চড়ে!
পরাস্ত তো তারাই হবে
ভয়েই যারা মরে!


ভয়রা যখন পাবে ভয়
মুক্তি পাবে তুমি,
বিজয় এসে দিবে দেখো
তোমার মুখে চুমি।


সুখ স্বপ্ন হাত বাড়াবে
বলবে ভালবাসি,
শত্রুরাও হাত মিলাবে
দেখবে শুধু হাসি।