(গতকাল কবি সব্যসাচী’র “পথভ্রষ্ট পথিক” কবতিায় করা আমার মন্তব্যটাকে কিছুটা সম্পাদনা করে আজকের আসরে তাঁকেই উৎসর্গ করলাম।)


ফিরে এসো পথভ্রষ্ট পথিক আলোর ফোয়ারায়,                        
যেখানে সত্য দাঁড়িয়ে আছে তোমার প্রত্যাশায়।
সবার পৃথিবীই অতীব ঠুনকো, অতি মোহময়;
নিজেকে শুধরে নিয়ে থাকো বিচারের অপেক্ষায়।


তোমার গড়া অবনী অমানিশার অন্ধকারে ঢাকা;
সেখানে সূর্যের আলো থাকলেও আছে সুপ্ত বেদনা,
যে জোছনায় নিত্য ভেজাও গা্ও, সেতো মরীচিকা
সুরার নেশায় লুকিযে থাকে বিষাক্ত, ভয়াল যন্ত্রণা!


সৌন্দর্যহীন নিসর্গ মাঝে কেন মিছে খুঁজো শুভ্রতা
সাকির ওষ্ঠে চুমুকে চুমুকে পান করছো মরণবিষ!
নষ্ট ষোড়ষীর বেষ্টনী মাঝে মিছেই খুঁজিছো মুগ্ধতা
এপার-ওপার দু’পার জুড়ে অগ্নি পোড়াবে অহর্নিষ!