অবক্ষয়ের দু্র্গন্ধ ছড়ায়নি কোথায়?
এমনকি শেষ পর্যন্ত ধর্মীয় অঙ্গনও
পেলো না নিস্কৃতি এর থাবা থেকে!
অতএব, পৃথিবী এখন শেষ সীমায়!


ধর্মবিদ্বেষ এখন অবশ্য একটা আর্ট!
অথচ, বোঝে না নিজের অপারগতা!
ফলে ওরা স্মরণাপন্ন হয় শয়তানের;
হারিয়ে ফেলে সত্য-সুন্দর গতিপথ।


অবাক বিস্ময়ে দেখলাম ওয়াজ যুদ্ধ;
ময়দান দখলের সে কি এক লড়াই!
হায়! পাক কালামের নানা ব্যাখ্যায়
আলোর পথ না পেয়ে ঈমান হারায়!


তাইতো নবীজী চৌদ্দশত বছর আগে
শংকা প্রকাশ করেন আলেমদের নিয়ে,
কেউবা হবে বিভ্রান্ত, কেউ হবে ভন্ড!
কেউ সস্তায় আত্মা বেচে করবে পন্ড!


অহমিত-অমানুষ হয় শয়তানের দাস;
তাই তারা খুঁজে ফিরে পার্থিব কল্যাণ,
চায় ক্ষমতার পোতাশ্রয় প্রদেয় জীবনে
ভুলে গিয়ে তাঁর সাখে করা অঙ্গীকার!