আমার যখন মরণ হবে
জানি না কে কোথায় রবে,
দু’ফোঁটা অশ্রু ফেলে আপন ভেবে
আল্লাহ্’র কাছে দো’য়া করো সবে;
তোমরা যখন বিদায় দিবে
থাকবো না আর ভবে!


হৃদগভীরে উঠবে ঝড়
ঝরুক না অশ্রু মরার পর,
কান্নাকাটিতে হয় না যেন উচ্চস্বর;
কষ্টে রবে আত্মা-আমার মরণোত্তর।
দেখ শূন্য হাতে ছাড়লাম ঘর
এমনি যাবে নারী-নর।


আত্মীয়স্বজন প্রতিবেশি
অন্তিম দর্শন কোরো আসি,
যার প্রতি আসঙ্গ ছিল রাশি রাশি,
দাফনটা হয়ে গেলে হয়ে যাব বাসী।
কবরেই কাটবে একা নিশি
দেখবে না আর হাসি!