আমাদের গাঁয়ে আছে
পাখি ডাকা ভোর,
শান্ত সবুজে ঘেরা
নেই কোন শোর।


গাছে গাছে পাখিদের
কিচির মিচির,
ঝিকিমিকি করে জল
শান্ত দীঘির।


নদী ভরা টলমল
ছুটে জল রাশি,
কাঁচা রোদ গায়ে মেখে
হেঁটে যায় চাষী।


আমাদের গাঁয়ে হয়  
পাটের ফলন,
এক পাশে আছে তার
সাদা কাশবন।


দিগন্ত জুড়ে আছে
সাদা সাদা মেঘ,
কখনো বা বেড়ে যায়
বাতাসের বেগ।


এখানে সন্ধ্যা নামে
পালতোলা নায়ে,
একদিন এসো ভাই
আমাদের গাঁয়ে।