কিছু যদি হতে চাও, কাজ করা শেখো,
সময়ের গতিপথ কোন দিকে দেখো।


পৃথিবীটা তার হাতে যার আছে বল,
সবখানে খুঁজে তাই কর্মঠ সবল।


তাই হও পরিশ্রমী, হও উদ্যমী,
দক্ষতা অর্জনে করো না তো কমি।


অলসতা অবহেলা মূর্খের কাজ,
বসে বসে খায় সে যার নেই লাজ।


কাজ করে বড়ো হও, কাজে বাড়ে মান।
কাজে আছে সফলতা, আছে সম্মান।