কবিতা, সে তো এক সৌন্দর্যের নাম;
সৌন্দর্য প্রীতিই যে আমার কাম।
কবিতাকে ভালোবাসি বলে,
অনেকেই অনেক কথা বলে।
আচ্ছা, দেখাও দেখি কোন সে সৌন্দর্য আছে
কবিতাকে ছেড়ে?
চাঁদ? সে তো সৌন্দর্যের আলো ছড়িয়েছে
কবিতারই গায়ে।
কবিতাকে না পেলে! ফুল
সৌরভ পেতো কী করে?
কোথায় পেতো পাখি তার সুমধুর কল্লোল?
নদী গেয়ে যেত কার বিরহের কলতান?
তাই কবিতাই সৌন্দর্য,
সৌন্দর্যের স্রষ্টা।