আমার ফারিহার আজ জন্মদিন;
জন্মদিনে সে লাল ফিতার জামা পরতো।
টুক টুক করে হাঁটতো।


দুপায়ে রূপালী নুপুর ছিল,
ঝুনুর ঝুনুর বাজতো।


সেদিন বৃষ্টিস্নাত দীঘির জলে,
লাল ফিতা ভেসে ছিল;
হালকা রোদে মাখা, কাঁপা কাঁপা
জলরেখা, অনিন্দ্য সুন্দর ধরনীর
কী নিঠুরতম রূপায়ন!


আমার বেদনার লাল ফিতার আজ জন্মদিন।