গেলাম সেদিন নীলক্ষেতে,
কাঁদায় মেখে বৃষ্টিতে,
পাশেই দেখি গরম ধোঁয়া
ডাকছে আমায় চাপ খেতে।


পকেটে আছে বিশ টাকা,
দিচ্ছে ঠেলা পা হাঁকা,
চোখ বাঁকিয়ে পা হাঁকিয়ে
চলছে আমার জীবন চাকা।


সামনে পড়ে ভাজাপোড়া,
বিশ টাকাতে পাবো জোড়া,
তাকিয়ে থেকে ভাবতে দেখি
ছুটছে আমার কাব্য ঘোড়া।


অন্ত্যমিল আর বাক্য গড়া,
ছন্দ সুবাস লাগছে কড়া,
বিশ টাকাতে পেলাম খুঁজে
ছেঁড়া পাতার কাব্য ছড়া।