কেউ করে অন্যায়
তবু মুখে হাসি,
কেউ ভাসে বন্যায়
ডুবো জলে চাষী।


কেউ থাকে পথে ঘাটে
এই তার ঠাঁই,
কেউবা টাকায় ভাসে
আরো তার চাই।


জুলুমের ধরণীতে
কারো যায় প্রাণ,
জালেম প্রণাম পায়
দিয়ে কিছু ত্রাণ।


রং মাখা পৃথিবীতে
কেউ হাসে কেউ কাঁদে,
সুখে দুঃখে দিন কাটে
টক ঝাল স্বাদে।