কার শরীরে জড়িয়ে পড়েছে আলোহীন ছায়া;
এতিম বরফের পাশে
আমিও উপবাসী—
কূলে‚কূলে সাঁতরে সমুদ্রের কি আর চেনা যায়!
যদিও চোখের অতলে ডুবিয়েছি
ছেঁড়া আসবাব।


মিহি স্পর্শে ভয়রঙা অন্ধকার—তুমিও জেগে আছো!
কী বিনিময় আছে এসবের?
লালশব্দে মুছে দিলাম।
পিছনের আয়না—এবার ইচ্ছে মতো ঘুড়ি ভাসাও;


ঘড়ির কাটা গুণে অতি সাবধানে আসছে ভোর
বৈভব দাঁড়িয়ে আছে মিত্রে!
শেষ রাতে এ্যাম্বুলেন্স বাজিয়ে
কার অসুখের কথা জানিয়ে গেলো...


প্রিয়তমা তুমি ভালো আছো তো?