চারদিকে শুধু শাদা হওয়ার প্রতিযোগীতা—
কালোরা যেন লুকাতেই জন্মেছে! সাপের ফনার
মতো সন্ধ্যারা আসে—পরিপাটি করে নাগরিক
হেঁসেল। গলির শোকছবি থেকে চোখ উঁচু করে
বাইরে তাকাই; তোমার কালোটা খুঁজে নিতে। আর
প্রকৃত পায়ের কাছে নুয়ে যাই, লজ্জা নেই কোনো
অহম ছুঁড়ে দিতে ঘামে। আদমের সুরতে ফিরে
জংলি জারুল হাতে হাত ধরে মিইয়ে যায় ঠোঁটে।
ইচ্ছের মতো পঠিত হতে থাকে শাদা লজ্জারা—
প্রবাহিত অর্থের লাজে গঠিত থেকে যায় ক্ষুধা।
আর চুলায় ঝিমায় বাঁধ ভেঙে আনা শূন্য হাড়ি,
থামে না তবু ক্লিশে; রঙহীন হয়ে যায় হাতুড়ি।
গুহামুখে আর্তিরা বেঁচে ওঠে ফের কান্নার রঙে
শাদা হরফে মৃত্যুর ঘর-বাড়ি ছুটে যায় গ্রামে।