দীর্ঘ লাইনের মাঝে আফসোস লুকিয়ে রাখি। যতিচিহ্ন মুক্ত জীবনে ইশারামুক্ত হতে চাই, নির্মোহ কফিনে ভরে দিতে চাই অনাগত পুণ্য। সিথান ছুঁয়ে দেওয়া অধ্যায় বাদে সবটাই ঠোঁট বরাবর রেখে দিই বিনিময়যোগ্য করে। গ্রহণের অক্ষমতা ছবিঘরে গুম হয়ে কাঁদে আর শতাব্দীর কর্নারে আমি গোলপোস্ট হয়ে যাই।


তুমুল আশাধ্বনিতে মেতে আছে বৈষ্ণব নিকেতন। অপরিচিত ছায়ারা উৎসবঘোরে আগুন ছড়িয়ে দিয়েছে একলিসের মায়াঘরে। আমলনামার পাতায়-পাতায় হৃদয়খেলার স্থিরচিত্র নিয়ে একাই কেবল দাঁড়িয়ে আছি একবিংশ শতকের ট্রয়।