শৈত্য-প্রবাহ ঘন কুয়াশা
আমার আকাশ ঘোর বরষা
সকাল বেলা দীঘির পাড়ে
মোড় ঘুরেই তোমার দেখা;


একশো গজ দূরে আমি
পিছন ফিরে তাকালে তুমি
আটকে গেল চক্ষু আমার
তোমার চোখের মাঝ বরাবর।


বরষা শেষে রৌদ্রের আভাস
গায়ে লাগিয়ে শীতল বাতাস
হাঁটছি আমি ; ভাবছি আমি
যাচ্ছ কোথা হে রমণী?


প্রথম দেখায় লেগেছে ভালো
হিয়ার প্রদীপে জ্বলেছে আলো
হয় নি কভু এমন আগে
হৃদ মাঝারে বাসনা জাগে
করিতে আপন তোমায়
যাচ্ছ কি সেথায়? যাচ্ছি আমি যেথায়;



#পাঠ শেষে আপনার মূল্যবান মন্তব্যটি করে পরবর্তীতে আরও দারুণ কিছু লিখতে অনুপ্রাণিত করবেন!!
ধন্যবাদ।।