সরকারি হাসপাতালের উনিশ নম্বর সিটে
হৃদ-স্পন্দন চলছে তার
অক্সিজেন সাপোর্ট -
আর হরেক রকম কীটে!!


মৃত্যুর মতো এত স্নিগ্ধ -
এত সুন্দর সত্য আর কিছু কি হয়?
তবুও কেন মানুষ মৃত্যুকে করে এত ভয়?


হাসমত আলীর হিসেবি জীবন
কত মানুষই না ছিল তার আপন!
ধন-দৌলত আর বাড়ী গাড়ী-
ছিল না কোনোকিছুরই তার অভাব
মানুষ ঠকিয়ে অর্থ আত্মসাৎ
ছিল তার অন্যতম উৎকৃষ্ট স্বভাব।


আজ জীবন - মৃত্যুর সন্ধিক্ষণে এসে
আপনজনরা তো কেউ নেই তার পাশে;
যাদের জন্য এতকাল করল সে চুরি
তাদেরও এখন বেড়েছে অনেকটা ভূরি,


তারাও এখন ব্যস্ত সবাই
করে চলছে আপন পাপ কামাই ;
হাসমত আলীর চলছে প্রায়শ্চিত্ত এখন
তাদের জন্যও কি অপেক্ষা করছে
হাসমত আলীর মত অবস্থা এমন?



#পাঠ শেষে আপনার মূল্যবান মন্তব্যটি করে পরবর্তীতে আরও দারুণ কিছু লিখতে অনুপ্রাণিত করবেন!!
ধন্যবাদ।।