মান্য গন্য জ্ঞানী ব্যক্তি বাহিরেতে যতো ;
অন্তরে তারা রোজ মরে প্রতিনিয়ত।
সম্মানের তরে সব সয় মুখ বোজে,
কেউ কি শুনিল কিনা তাই শুধু খোঁজে।
সমাজসেবায় তারা খাটে দিবানিশি,
বাহিরেতে রয় তাঁরা রবি হতে শশী।
সংসারের কতো ধানে হয় কতো চাল;
গিন্নীর সেই প্রশ্নেতে বাঁধে গোলমাল।
ঘরেতে রহিলো যদি খানিক সময়,
তখনো ফোনের সাথে চলে বিনিময়।
নয়তো বা চাটুকার হাজির আসিয়া,
গিন্নী নাগিনী সম ফুস্ ফুস্ রাগিয়া।
রাগেতে গর্জিয়া গিন্নী কহে কুবচন,
বিনা বাকে জ্ঞানী সয় অন্তরদহন।



১০-১-২০১৮ ইং ;
২৫ পৌষ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর  
   ভারত।