তোমার রুচি বলিহারি।
চোর তো নও!
আস্ত জ্যান্ত বদমাইশ।


রাতের আঁধারে বিচরণ।
পর-বাড়ীর আনাচেকানাচে বাথরুমে।
ছিঃ!  জঘন্য নোংরা বন্য  মানুষ ।


মেয়েছেলের অন্তর্বাসে নজর রেখে,
ছায়ার মতো রাতভর চলতে থাকো
এ বাড়ী থেকে ও বাড়ী।


ভুলো না একথা,
সৃষ্টি যার আছে, লয়ও তার আছে।


আজ নয় কাল,
তো ধরা পড়তেই হবে।
কথায় আছে দশদিন চোরের,
একদিক গৃহস্থের।
আর সেই দিন বুঝবে ঠেলা।



          ******